রানাঘাট: মারাত্মক গরমের মধ্যে আজ আচমকা ঝড়-বৃষ্টি একাধিক জেলায়। আর এতেই দুর্ঘটনা ঘটে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। অন্যদিকে প্রবল ঝড়ে আটকে পড়েছে খোদ অভিষেকের কনভয়। ঘটনা ঘটেছে রানাঘাটে, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির সভা শুরু আগেই। আপাতত ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে নদিয়ার বাদকুল্লার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল।
স্থানীয় সূত্রে খবর, অভিষেকের সভাস্থল প্রস্তুত করতে গিয়ে বৃষ্টির জলে পা পিছলে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। তাঁর ঘাড় এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক এই ঝড়-বৃষ্টির সময় অভিষেকের কনভয় বাদকুল্লার দিকে যাচ্ছিল। মাঝপথেই তাঁর কনভয় আটকে পড়ে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এবার এই পরিস্থিতিতে কী ভাবে সভা হবে বা আজকের সভা আদৌ হবে কিনা, তা নিয়েই জল্পনা বাড়ছে। তবে দলের তরফে স্পষ্ট করা হয়েছে, সভামঞ্চ তৈরি করতে গিয়ে আহত হওয়া ওই শ্রমিক এখন স্থিতিশীল আছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Rujira Narula Banerjee | কয়লাকাণ্ডে তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়” width=”560″>
উল্লেখ করতে হয়, গতকালই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। বৃহস্পতিবার ইডির নোটিস হাতে পেয়েছেন তিনি। যদিও এই তলবে তিনি সাড়া দেবেন না বলেই স্পষ্ট করেছেন। অভিষেক জানিয়েছেন, নিজের কর্মসূচিতে জেলায় জেলায় জনসংযোগে ব্যস্ত তিনি। সামনেই পঞ্চায়েত ভোট, তাই এখন কোনও ভাবেই তাঁর তলবে সাড়া দেওয়া সম্ভব নয়। কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোটের পর হাজিরার বিষয়ে দেখা যাবে। এই বিষয়ে তাঁর কড়া প্রতিক্রিয়া, ‘আমি কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি?”