মা উড়ালপুল থেকে ঝাঁপ ব্যবসায়ীর! এক লহমায় সব শেষ

মা উড়ালপুল থেকে ঝাঁপ ব্যবসায়ীর! এক লহমায় সব শেষ

কলকাতা: সাতসকালে মর্মান্তিক ঘটনা শহর কলকাতায়। মা মা উড়ালপুল থেকে মরণঝাঁপ এক ব্যক্তির। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন, কারণ ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ে মন্দা চলার কারণে তিনি বেশ কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই হয়ত এই ঘটনা। 

আরও পড়ুন- বাবুল তৃণমূলে! শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি

পুলিশ সূত্রে খবর, ওই মৃত ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু (৫৬)। তিনি লেকটাউনের বাসিন্দা। তাঁর রিয়েল এস্টেটের ব্যবসা ছিল যা বেশ কিছু দিন ধরেই মন্দায় যাচ্ছিল। জানা গিয়েছে, এই নিয়ে বিগত কয়েক দিন ধরেই তিনি চুপচাপ ছিলেন। বাড়ির কারোর সঙ্গে কথা বলছিলেন না, ঠিক মত খাওয়া দাওয়া করছিলেন না। মান্সিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর আজ হঠাৎ ভোরে বাইক নিয়ে বেরিয়ে যান প্রণব। পরে মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলের গড়িয়া র‍্যাম্পের ওপরে বাইক রেখে তিনি ঝাঁপ দেন। 

আরও পড়ুন- জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা, সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও অন্য পথচারীরা ছুটে যান। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও অনুমান মাফিক এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ আছে এই ঘটনার পেছনে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =