কলকাতা: অবশেষে স্বস্তি! স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। তবে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে মানিককে। (Manik Bhattacharya bail)
হাই কোর্টে জামিন মানিকের
হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য, তবে রইল চার শর্ত, নিয়োগ মামলায় গ্রেফতার করেছিল ইডিপ্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে হাই কোর্টের নির্দেশ, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। তা ছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।
আরও পড়ুন-
“উৎসবে ফিরুন”! বচ্ছরকার অপেক্ষা নিয়ে মুখিয়ে ওঁরা
ট্রাক ধর্মঘট! ডিম, মাছ, আনাজের দাম বাড়ার আশঙ্কা
Bengal: Manik Bhattacharya, former primary education board president and TMC MLA, granted bail in school recruitment scam by High Court with four conditions. He must submit his passport, provide his mobile number to the investigating officer, and avoid contacting witnesses