কলকাতা: প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন। আপাতত তিনি জেলবন্দি। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল তাঁর মামলার। শুনানি শেষে আদালত থেকে জেলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন তিনি। জানা গিয়েছে, পুলিশের গাড়িতে থাকাকালীনই তিনি আহত হয়েছেন। মানিকের বুকে, মুখে আঘাত লেগেছে বলে খবর।
আরও পড়ুন: রাকেশ সিংকে নিরাপত্তা দেবে ওয়াটগঞ্জ থানা, নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি আছে। সেই নিয়ে এদিন প্রতিক্রিয়া দেন মানিক। সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, তাঁর যদি লন্ডন বাড়ি আছে এমন খোঁজ পাওয়া যায়, তাহলে তাঁকে যেন ফাঁসি দেওয়া হয়। এদিকে নিজের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনাচক্রে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর যখন আদালতের শুনানি শেষে তাঁকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তখনই পথে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষায় পড়ে যান মানিক। তাতেই তাঁর মুখে এবং বুকে চোট লাগে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অর্ধেক আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল! Will TMC win in upcoming Tripura Assembly polls?” width=”853″>
এর আগে আদালতে তদন্তকারী সংস্থা দাবি করেছিল যে মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট আছে। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ মামলার শুনানিতে মানিক প্রসঙ্গে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন। তার মধ্যে ছিল লন্ডনের বাড়ি প্রসঙ্গও। সেই ইস্যুতেই এদিন আদালত থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমে মানিক কড়া সুরেই দাবি করেন লন্ডনে তাঁর বাড়ি নেই, দুটি পাসপোর্টও নেই। থাকলে ফাঁসি দেওয়া হোক।