কলকাতা: সবজির বাজারে আগুন৷ টাকা ফুরলেও, ব্যাগ যেন আর ভরছে না৷ সংসার চলবে কী ভাবে? চিন্তায় পড়েছে মধ্যবিত্ত৷ দাম নিয়ে পর্যালোচনা করতে মঙ্গলবারই নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দাম নিয়ে পর্যালোচনা করতে চান তিনি। সমাধান খুঁজতে বাজার কমিটির সঙ্গেও কথা বলবেন তিনি। এখন দেখে নেওয়া যাক সবজির (প্রতি কেজি) দর বাজারে কত?
- জ্যোতি আলু- ৩৫ টাকা।
- চন্দ্রমুখী আলু- ৪০ টাকা কেজি।
- বেগুন- ১৫০ থেকে ২০০ টাকা।
- পটল- ৫০ টাকা।
- কাঁচা লঙ্কা- ১৫০ টাকা।
- টমেটো- ৮০ আশি টাকা৷
- ঢেঁড়শ- ৬০ টাকা।
- বিন- ৩০০ টাকা।
- শসা- ৮০ টাকা।
- করোলা- ৮০ টাকা।
- পেঁপে- ৫০ টাকা।
- রসুন- ৩০০ টাকা।
- আদা- ২২০ থেকে ২৩০ টাকা।
- বিট- ৬০ টাকা।
- গাজর- ৬০ টাকা কেজি৷
চালের ও ডালের দাম (প্রতি কেজি)-
- মিনিকেট চাল- ৪৮ থেকে ৫০ টাকা।
- বাঁশকাঠি – ৬০ টাকা।
- গোবিন্দভোগ চাল- ৯০ টাকা।
- দেরাদুন রাইস- ১২০ টাকা।
- আটা ও ময়দা- ৩৪ টাকা কেজি।
- অড়হড় ডাল- ১৮০ টাকা।
- মসুর ডাল- ১০০ টাকা।
- মুগডাল- ১০০ টাকা।
- ছোলার ডাল- ১০০ টাকা।
- সরষের তেল- ১২৫ থেকে ১৩০ টাকা।
- সয়াবিন তেল- ১০২ টাকা।
- সূর্যমুখী তেল- ১২২ টাকা।
- মশলার দাম (প্রতি কেজি)-ও আকাশ ছোঁয়া
- জিরে (গোটা)- ৪০০ টাকা। হলুদ- ৩০০ টাকা। শুকনো লঙ্কা- ৩৫০ টাকা। চিনি- ৪৮ টাকা। ধনে- ৪০০ টাকা। পোস্ত- ১৫০০ টাকা।
মাংসের দামও বেশ চড়া৷ মুরগীর মাংস ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা৷ মাছের দামও বেশ চড়া৷