ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বামেদের ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তুলকালাম

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বামেদের ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তুলকালাম

কলকাতা:  ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে কলকাতা পুরসভার সামনে ব্যাপক বিক্ষোভ বামেদের৷ বিক্ষোভ চলছে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনেও৷ বাম কর্মী সমর্থকরা কলকাতা পুরসভার দিকে এগোনের চেষ্টা করলে এলিট সিনেমা হলের সামনে তাঁদের পথ আটকায় পুলিশ৷ এর পরেই পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁদের৷ শুরু হয় হাতাহাতি৷ পুলিশের ব্যারিকেট ভেঙে ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা পুরসভার গেটের সামনে এসে উপস্থিত হয়৷  পুরসভার গেটের সামনে বসে পড়ে শুরু হয় তাঁদের স্লোগান৷  বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ৷ 

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে নারদ মামলায় হাইকোর্টে হলফনামার আবেদন মুখ্যমন্ত্রীর

এদিন  পুরসভার ভিতরে ঢুকে কলকাতা পুরসভার কমিশনারের হাতে স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলেন বাম কর্মীরা। তবে অনুমতি মেলেনি৷ প্রতিবাদে কলকাতা পুরসভার সামনেঅ অবস্থান বিক্ষোভে বসেছেন বাম কর্মী-সমর্থকরা। আগাম অনুমতি না থাকায় বাম কর্মী-সমর্থকদের পুরসভার ভিতরে ঢুকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ 

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায়ের হল দ্বিতীয় জনস্বার্থ মামলা

রবিবারও ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের প্রতিবাদে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছিল  বাম কর্মী-সমর্থকরা। থানা ঘিরে চলে বিক্ষোভ। জাল ভ্যাকসিনের ঘটনায় জড়িত পান্ডাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার কসবা থানার সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল কলকাতা জেলা বামফ্রন্ট। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =