কলকাতা: গত ২৩ মার্চ বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠল। এই মামলার শুনানিতে আজ আইনজীবী সুমিত্রা নিয়োগী বলেন, শিশুকন্যাকে বারবার ধর্ষণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এখনও জ্ঞান আসেনি। আর জি কর হাসপাতালে ভর্তি। বাড়ির লোককে দেখতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে উপযুক্ত তদন্ত হওয়া দরকার। আদালত কেস ডাইরি চেয়ে পাঠান, এই অনুরোধ করেন তিনি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের নির্দেশ জারি করুক আদালত, এমনও দাবি। এমনকি তিনি এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত বলেও সুর চড়িয়েছেন।
আরও পড়ুন- নদীর পাড়ে পায়ের ছাপ, ডোরাকাটার ভয়ে আতঙ্কে ঝড়খালি
অন্যদিকে, আইনজীবী পল্লবী চট্টোপাধ্যায় বলেন, ইংরেজ বাজার ধর্ষণের ঘটনা আরও ভয়ঙ্কর ছিল। মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের ঘটনা প্রায় ১১ টি। কলকাতার বাঁশদ্রোণী সহ বিভিন্ন জায়গায় মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে। গ্রামের রাস্তায় সন্ধ্যা হলে আলো থাকছে না। তিনি আরও বলেন, হাই লেবেল চিকিৎসক বোর্ড গঠন করা হোক। অন্যান্য হাসপাতালের চিকিৎসক নিয়ে গঠন করা হোক। সব শুনে এডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন, আর জি করের চিকিৎসকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সব থেকে ভালো হাসপাতালে চিকিৎসা হচ্ছে।
শুনানির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডাইরি সহ তদন্ত রিপোর্ট ও মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, ওই শিশুকে সমস্ত উন্নত চিকিৎসার সুবিধা দিতে হবে। প্রবীণ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করতে হবে। একই সঙ্গে বাবা-মাকে দেখা করতে দিতে হবে তাদের সন্তানের সঙ্গে। এই মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল।