মণীশ খুনে জড়িত মমতার মন্ত্রী, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

মণীশ খুনে জড়িত মমতার মন্ত্রী, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

কলকাতা: খড়দহের প্রয়াত  বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার বাড়িতে আসেন নন্দীগ্রামের বিধায়ক৷ কথা বলেন প্রয়াত নেতার বাবা, মা, স্ত্রী ও সন্রতানদের সঙ্গে৷ প্রায় ৪৫ মিনিট তাঁর বাড়িতে ছিলেন শুভেন্দু৷ 

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, নয়া পূর্বাভাস আবহাওয়া দফতরের

মণীশের বাড়ি থেকে বারিয়ে এসেই এই হত্যা-কাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দু৷ কেন সিবিআই তদন্ত চাইছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার এক মন্ত্রী, বিধান নগর মেয়র পরিষদের এক সদস্য ও পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ সরাসরি জড়িত আছেন৷ সিবিআইতদন্ত হলেই সব গোপন তথ্য সামনে আসবে৷’’ 

সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের প্রসঙ্গও টেনে এনেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, ‘‘মণীশ খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে অর্জুন সিংয়ের ছবি প্রকাশ‍্য এসেছে৷’’ নাম না করে আক্রমণ করেছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও৷ এই প্রসঙ্গে নির্মল ঘোষ বলেন, ‘‘মনীশ শুক্লার বাড়ির সঙ্গে আমার ৫০ বছরের সম্পর্ক৷ শুভেন্দু বিজেপির কাছ থেকে খয়ের খেয়েছে, বিজেপির সঙ্গে না থাকলে শুভেন্দু জেল খানায় যাবে৷ তাই মনীশ শুক্লা খুনের তদন্ত রাজ্য সরকার হাতে নিয়েছে এবং সেটা রাজ্য সরকার যথাযথ ভাবে সম্পন্ন করবেই৷’’