বাইপ্যাপ সাপোর্ট খুললেও লাগছে অক্সিজেন, অপরিবর্তিত সুব্রতর শারীরিক অবস্থা

বাইপ্যাপ সাপোর্ট খুললেও লাগছে অক্সিজেন, অপরিবর্তিত সুব্রতর শারীরিক অবস্থা

 

কলকাতা: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম৷ এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি৷ তবে সকালে খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট৷ ওটস, পাকা পেঁপে খেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁকে পরীক্ষা করছেন সাত সদস্যের মেডিক্যাল বোর্ড৷ সকাল ১০টায় তাঁকে পরীক্ষা করেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা৷ 

আরও পড়ুন- জামাই কি বাবা হতে পারবে? পাত্রের বীর্য পরীক্ষার রিপোর্ট চাইলেন হবু শ্বশুর!

পঞ্চায়েত মন্ত্রীর এক বন্ধু জানিয়েছেন, ‘‘তিনি আগের থেকে ভালো আছেন৷ আস্তে আস্তে সুস্থ হচ্ছেন৷ মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছে৷ মুখ্যমন্ত্রীও সব সময়ে খবরাখবর নিচ্ছেন৷’’ রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ আচমকাই শ্বাসকষ্ট বেড়ে যায় ৭৫ বছর বয়সী বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের।  এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন মন্ত্রী৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি৷  তবে তিনি এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত তা বলার সময় আসেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মাঝে মাঝেই বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে৷  মন্ত্রীর হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে৷ 

বার্ধত্যজনিত কিছু সমস্যাও রয়েছে পঞ্চায়েত মন্ত্রীর। তিনি নিয়মিত চেকআপে থাকেন৷ সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল তাঁর। চিকিৎসকরা তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে এসএসকেএমে ভর্তি হন৷ কিন্তু রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি৷ তড়িঘড়ি তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়৷ হৃদযন্ত্রের সমস্যার সঙ্গে তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসও রয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =