‘সন্থান চাই’! ‘নিখোঁজ’ জ্যোতিপ্রিয় মল্লিকের খোঁজ পেতে পোস্টার পড়ল সোশ্যাল মিডিয়ায়

‘সন্থান চাই’! ‘নিখোঁজ’ জ্যোতিপ্রিয় মল্লিকের খোঁজ পেতে পোস্টার পড়ল সোশ্যাল মিডিয়ায়

কলকাতা:  নিরুদ্দেশ জ্যোতিপ্রিয় মল্লিক! খোঁজ মিলছে না হাবরার বিধায়কের৷ বেপাত্তা হাবরা পৌরসভার প্রশাসক ও আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর৷ তাঁদের সকলের সন্ধান চেয়ে পোস্টার পড়ল সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে লেখা হয়েছে, ‘হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবরার পুর প্রশাসক নারায়ন চন্দ্র সাহা এবং ৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নন্দা চক্রবর্তীর নামে ‘সন্ধান চাই’৷ যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা৷

আরও পড়ুন- উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে বামেদের অবরোধ, জেরবার রেল যাত্রীরা

জানা গিয়েছে, ‘হাবরা বিজেপি’ নামে একটি ফেসবুক পেজে এই নিখোঁজ বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোস্যাল মিডিয়ায় ‘নিখোঁজ’ পোস্টারগুলি দিয়েছে বিজেপি৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির৷ বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, ‘দীর্ঘদিন ধরে জলমগ্ন রয়েছে হাবরা পুরসভার একাধিক ওয়ার্ড৷ প্রবল দুর্ভোগের মধ্যে রয়েছে এলাকার মানুষ। অথচ বিধায়ক, প্রশাসক বা কো-অর্ডিনেটর কাররই দেখা মেলেনি। সাধারণ মানুষই তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল সাইটে ‘সন্ধান চাই’ পোস্টার দিয়েছে।’ সেই সঙ্গে শাসকদলের প্রতি কটাক্ষ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছে এখানকার মানুষ। অথচ জল নিকাশির কোনও ব্যবস্থা করা হয়নি। রাস্তা-ঘাটের অবস্থাও খুব খারাপ। সব জেনেই প্রশাসন ঠুঠো জগন্নাথ৷ ভ্রুক্ষেপ নেই বিধায়ক, পুরসভার প্রশাসকদের৷’ 

অন্যদিকে হাবরা পুরসভার প্রশাসক নারায়ণ চন্দ্র সাহার পাল্টা দাবি, ‘বিজেপি নেতাদের ভূমিকা পার্টি অফিসের মধ্যেই সীমাবদ্ধ। আমরা তো আর পার্টি অফিসে বসে থাকি না বা আমরা শুধু সোশ্যাল মিডিয়াতেও থাকি না। আমরা মানুষের সঙ্গে রাস্তায় থাকি৷ রাস্তায় নেমে কাজ করি। যদি কেউ আমার সন্ধান চান, তাহলে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিন। আমি হাবরাতেই আছি। আর জ্যোতিপ্রিয় মল্লিক হাবরার মানুষের মনে রয়েছেন। এখান থেকে তিনি তিনবার নির্বাচিত হয়েছেন।’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =