কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের মাঝেই কাশীপুরে বিজেপি যুব মোর্চা কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে তুলকালাম৷ বদলে গেল শাহী সফর৷ এরই মধ্যে অর্জুনকে নিজেদের কর্মী বলে দাবি করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। স্থানীয় কাউন্সিলরকে পাশে নিয়ে তিনি বলেন, গত পুরসভা ভোটে তৃণমূল প্রার্থীর হয়েই কাজ করেছিলেন অর্জুন। ওঁকে নিয়ে বিজেপি মিথ্যে দাবি করছে।
আরও পড়ুন- গাড়িতে লালবাতি, নীলবাতি নয়, দলীয় সাংসদ-বিধায়কদের কড়া বার্তা মমতার
শুক্রবার কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থা. উদ্ধার হয় অর্জুনের নিথর দেহ। বিজেপি’র দাবি, অর্জুন গেরুয়া শিবিরের সদস্য৷ তিনি যুব মোর্চার সক্রিয় কর্মী। এমনকী তাঁর মৃত্যুর জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুলও তোলেন তাঁরা৷ এদিন সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদেরও বাধা দেওয়া হয়। এই উত্তেজনার আবহেই ঘটনাস্থলে আসেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডেরই কাউন্সিলর সুমন সিং। অতীনকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তোলেন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা। উত্তপ্ত হয়ে ওঠে কাশীপুর৷
এরই মাঝে অতীনের দাবি, ‘‘গত পুরভোটে সুমন সিংয়ের হয়ে প্রচারের দায়িত্ব সামলেছিলেন অর্জুন চৌরাসিয়া।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ওঁর বাবাকেও চিনি৷ আগে কংগ্রেস করতেন। তিনিও একই ভাবেই আত্মহত্যা করেছিলেন।’’ সুমনও অতীনের সুরে বলেন, ‘‘অর্জুন আমার হয়েই কাজ করেছিল। আমি যে ক্লাবের সভাপতি, অর্জুনও সেই ক্লাবের সক্রিয় সদস্য। সক্রিয় রাজনীতি না করলেও আমার জন্য ও খুবই খেটেছিল।’’ কিন্তু, বিজেপি সেই দাবি মানতে নারাজ৷ এমতাবস্থায় অতীন ও সুমনের দাবি,অর্জুন বিজেপি’র সদস্য কিনা, সেই নথি দেখাক গেরুয়া দল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>