নিরাপদ বোধ করছেন না! হাইকোর্টের দ্বারস্থ হলেন নবনির্বাচিত বিধায়ক

নিরাপদ বোধ করছেন না! হাইকোর্টের দ্বারস্থ হলেন নবনির্বাচিত বিধায়ক

কলকাতা: মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিরাপত্তার ইস্যুতে। নবনির্বাচিত বিধায়কের দাবি, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এই প্রেক্ষিতে আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এর আগে অবশ্য তিনি কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকে কোনও ফল পাওয়া যায়নি বলে দাবি। 

বিধায়ক হওয়ার পরই একাধিকবার হুমকি ফোন আসছে তাঁর কাছে। এই পরিপ্রেক্ষিতেই কোনও ক্ষেত্র থেকে সমস্যার সমাধান না পেয়ে অবশেষে আদালতের কাছে গেলেন এই বিধায়ক। আগামী সোমবার শুনানি তাঁর এই মামলার শুনানি হওয়ার কথা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাঁর মামলার শুনানি হবে বলে খবর। আদালতকে ইতিমধ্যেই বাইরন জানিয়েছেন, তিনি নিরাপদ বোধ করছেন না। প্রাণ সংশয় হতে পারে তাঁর। তাই আদালতের কাছে নিরাপত্তা চাইছেন এই বিধায়ক।