কলকাতা: মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিরাপত্তার ইস্যুতে। নবনির্বাচিত বিধায়কের দাবি, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এই প্রেক্ষিতে আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এর আগে অবশ্য তিনি কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকে কোনও ফল পাওয়া যায়নি বলে দাবি।
বিধায়ক হওয়ার পরই একাধিকবার হুমকি ফোন আসছে তাঁর কাছে। এই পরিপ্রেক্ষিতেই কোনও ক্ষেত্র থেকে সমস্যার সমাধান না পেয়ে অবশেষে আদালতের কাছে গেলেন এই বিধায়ক। আগামী সোমবার শুনানি তাঁর এই মামলার শুনানি হওয়ার কথা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাঁর মামলার শুনানি হবে বলে খবর। আদালতকে ইতিমধ্যেই বাইরন জানিয়েছেন, তিনি নিরাপদ বোধ করছেন না। প্রাণ সংশয় হতে পারে তাঁর। তাই আদালতের কাছে নিরাপত্তা চাইছেন এই বিধায়ক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থকে দেখে ফের চোর স্লোগান! ‘ছড়া’ কেটে কটাক্ষ! Slogans raised against Partha Chatterjee once again” width=”853″>
উল্লেখ্য, তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘি কেন্দ্র প্রতিনিধিহীন হয়ে পড়ে৷ সেই কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়। সেই ভোটেই তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সাগরদিঘি আসনে ত্রিমুখী লড়াই হয়। বিজেপির প্রার্থী ছিলেন দিলীপ সাহা। তিনি অবশ্য কোনও দাগ কাটতে পারেননি।