মমতাকে ভয় পায় মোদি-শাহ, তাই বাংলায় আসে না

কলকাতা: নরেন্দ্র মোদি, অমিত শাহ বাংলার লৌহমানবী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। তাই এখানে আসে না। হাজার মাইল দূর থেকে বাংলার বাঘেদের শুভেচ্ছা জানাতে এসেছি। এভাবেই ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার মন জয় করে নিলেন তামিলনাড়ুর ডিএমকে নেতা স্টালিন। মোদিকে একহাত নিয়ে জানালেন, মোদির প্রতি কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, তবে তাঁর নীতির প্রতি রয়েছে। মোদি গোটা দেশকে

মমতাকে ভয় পায় মোদি-শাহ, তাই বাংলায় আসে না

কলকাতা: নরেন্দ্র মোদি, অমিত শাহ বাংলার লৌহমানবী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। তাই এখানে আসে না। হাজার মাইল দূর থেকে বাংলার বাঘেদের শুভেচ্ছা জানাতে এসেছি। এভাবেই ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার মন জয় করে নিলেন তামিলনাড়ুর ডিএমকে নেতা স্টালিন। মোদিকে একহাত নিয়ে জানালেন, মোদির প্রতি কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, তবে তাঁর নীতির প্রতি রয়েছে। মোদি গোটা দেশকে নিজের করায়ত্তে আনতে চান, তা কখনওই কাম্য হতে পারে না। বিজেপির শাসনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে, ভোগ্যপন্য থেকে শুরু করে পেট্রোপন্য সবেরই আকাশ ছোঁয়া দাম, কৃষকরা না খেতে পেয়ে আত্মহত্যা করছেন। আর বিজেপি সরকার চেয়ারে বসে গোঁফে তা  দিচ্ছে। ধর্মের নামে মানুষকে  মারছে।

মমতা দেশের রোল মডেল, বিজেপি দেশবাসীর কথা শুনতে পায় না। কেন্দ্রে অগণতান্ত্রিক সরকার চলছে আপাতদৃষ্টিতে দেশবাসীর হাল দেখে বোবা কালার অভিনয়  বিজেপি, দেশের সরকার ভাঙতে টাকা ঢালছে। পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে বিরোধীদের একছাতার তলায় এনেছেন দিদি, তাই তাঁকে অশেষ ধন্যবাদ। ব্রিগেডে মঞ্চ থেকে এভাবেই মমতাকে সাধুবাদ জানালেন দাক্ষিণাত্যের কুমারস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =