বসিরহাটে বিজেপি প্রার্থী হতে চলেছেন মহম্মদ শামি? জল্পনা তুঙ্গে

বসিরহাটে বিজেপি প্রার্থী হতে চলেছেন মহম্মদ শামি? জল্পনা তুঙ্গে

mohammad shami

কলকাতা, নিজস্ব প্রতিনিধি:  সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে চলেছেন ক্রিকেটার মহম্মদ শামি (mohammad shami)? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। যদি সত্যি সত্যিই সেটি শেষ পর্যন্ত হয় তাহলে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক হিসেবে চিহ্নিত হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। জানা গিয়েছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক থাকবে। সেই সূত্রেই জোর আলোচনা বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি। জানা গিয়েছে বিজেপি নেতৃত্বের তরফে এই প্রস্তাব শামিকে দেওয়া হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি। 

বিশ্বকাপে শামির চোখ ধাঁধানো পারফরমেন্স নিয়ে গর্বিত গোটা দেশ। ৭টি ম্যাচে ২৪টি উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তুলতে শামির যথেষ্ট অবদান রয়েছে। এই বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক উইকেট পেয়েছেন তিনি। তবে ফাইনালে ভারত পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে। স্বপ্নভঙ্গ হয় গোটা দেশের। যদিও হেরে যাওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসাধারণ পারফরমেন্সের জন্য মহম্মদ শামির প্রশংসা করেন এবং তাঁকে জড়িয়ে ধরেন।  ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন শামি।

এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শামি যেখানকার ভূমিপুত্র সেই আমরোহায় একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার কথাও ঘোষণা করেন। রাজনৈতিক মহল মনে করে এভাবেই শামি হয়ত নিজের অজান্তেই বিজেপি নেতৃত্বের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। একটা কথা সকলেই বলে থাকেন, যেখানে সবার ভাবনা শেষ হয় সেখান থেকেই ভাবনা শুরু হয় প্রধানমন্ত্রীর। তাই শামির কাছে প্রার্থী হওয়ার যে প্রস্তাব বিজেপি নেতৃত্ব দিয়েছেন বলে একটি সূত্রে শোনা যাচ্ছে, তা মোদির পরামর্শেই হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করে। যদিও বিজেপি বা শামি কোনও তরফ থেকেই এ বিষয়ে প্রতিক্রিয়া সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিষয়টি সত্যি বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার। সেক্ষেত্রে বসিরহাট লোকসভা নির্বাচন যে জমজমাট হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 7 =