সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক অধ্যক্ষের, PAC বিতর্কে BJP-র উপস্থিতি নিয়ে ধন্দ

সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক অধ্যক্ষের, PAC বিতর্কে BJP-র উপস্থিতি নিয়ে ধন্দ

কলকাতা: সংসদীয় রীতি-নীতি মেনে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷  শাসক দল ছাড়াও বিরোধী বিজেপি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকিকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বদলীয় বৈঠকের পরে নবগঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। এদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে তৃণমূল ও বিজেপি’র মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি৷ এই পরিস্থিতিতে সর্বদল বৈঠকে বিজেপি উপস্থিত থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷  

আরও পড়ুন- ক্রমশ উঠছে পর্দা, পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি দেবাঞ্জনের

আগামী ২ জুলাই থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন৷ প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনকড় এর ভাষণের মধ্য দিয়ে আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে৷ ৭ জুলাই চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। আসন্ন অধিবেশনে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড থেকে নির্বাচন-পরবর্তী হিংসার মতো বেশ কিছু ইস্যুতে বিজেপি শাসক দলকে নিশানা করতে চলেছে তা বলাই বাহুল্য৷ বিধানসভা অধিবেশনের আগে প্রথা অনুযায়ী সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন স্পিকার। নতুন এই কমিটিতে বিজেপির ৬ জন বিধায়ককে মনোনীতও করা হয়েছে। কিন্তু পিএসি চেয়ারম্যান পদের মীমাংসা না হওয়া পর্যন্ত সরকার পক্ষের ডাকা বৈঠকে যোগ দিতে নারাজ বিজেপি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =