সকাল থেকে ঝঁপে বৃষ্টি, তবে কি এসে গেল বর্ষা?

কলকাত : বর্ষা কি তাহলে এসেই গেল? সম্ভাবনা তেমনই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা…

কলকাত : বর্ষা কি তাহলে এসেই গেল? সম্ভাবনা তেমনই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

এ বছর দেশে সময়ের পূর্বে এসেছে বর্ষা। এমনকী উত্তরবঙ্গেও সময়ের আগে বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনও লক্ষণ ছিল না। উলটে গরমে কাবু হচ্ছিল দক্ষিণবঙ্গের মানুষ। রাজ্যের পশ্চিমাঞ্চলের অবস্থা ছিল আরও ভয়াবহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল মানুষ। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া শান্তির লেশমাত্র ছিল না। কিন্তু এবার সুখবর শোনাল হাওয়া অফিস। জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার হাত ধরেই আগামী ১৭-১৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা।

সপ্তাহভর উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে সর্বত্র বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার রাজ্যের সর্বত্র পাকাপাকি বর্ষা ঢোকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান বাদ দিয়ে বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর বাদে বাকি জেলায়তেও বৃষ্টির পরিমাণ কমবে।

দক্ষিণবঙ্গের সব জায়গায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গে আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। এবার পাকাপাকিই প্রবেশ ঘটতে চলেছে বর্ষার।