ব্রেকিং: আরও টাকা উদ্ধার অর্পিতার বাড়ি থেকে! গুনতে আনা হচ্ছে মেশিন

ব্রেকিং: আরও টাকা উদ্ধার অর্পিতার বাড়ি থেকে! গুনতে আনা হচ্ছে মেশিন

কলকাতা: অনুমান আগেই করেছিল ইডি, সেই মতো মিলে গেল সবকিছু। আরও টাকার হদিশ পাওয়া গেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাটে নগদ টাকা উদ্ধার করেছে ইডি বলে খবর পাওয়া যাচ্ছে। বুধবার বেলা ১২ টার কিছু ক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করে ইডি। শেষ পর্যন্ত চাবি না মেলায় এবং চাবিওয়ালাও কিছু করতে না পারায় তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে আধিকারিকরা। আর তল্লাশি চালিয়ে আরও টাকা মিলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-অর্পিতাকে এবার মুখোমুখি জেরা করতে চলছে ED

কত টাকা পাওয়া গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু পরিমাণ যে অনেক হবে তা অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই টাকা গোনার জন্য ব্যাঙ্ক কর্মীদের ডাকা হয়েছে টাকা গোনার মেশিন সমেত। স্বাভাবিকভাবেই এখন একটাই প্রশ্ন, টালিগঞ্জের ফ্ল্যাট থেকে মিলেছিল ২২ কোটি টাকা, বেলঘরিয়া থেকে কত মিলবে? সেটাই দেখতে চায় সকলে। গত শুক্রবার টালিগঞ্জের অভিজাত আবাসন ডামন্ডসিটি সিটিতে অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। তদন্তে জানা যায়, একাধিক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটি বেলঘড়িয়ার এই ফ্ল্যাট৷

ইডি আগেই দাবি করেছিল যে, এসএসসি কাণ্ড বিপুল অর্থের লেনদেন হয়েছিল। উদ্ধার হওয়া ২২ কোটি টাকা সেটার অংশ মাত্র। ধারণা অনুযায়ী আরও ১০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি এখনও। সেই ১০০ কোটি টাকা কোথায় রয়েছে তা জানতেই তৎপরতা বাড়িয়েছে ইডি। অনেক আগে থেকেই অভিযোগ উঠেছিল যে চাকরি দুর্নীতিতে মাথা পিছু ১২ থেকে ১৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে। বিগত কয়েক বছরে এইভাবে টাকার লেনদেন হলে ২২ কোটি টাকা যে একেবারে নস্যি তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 3 =