চলতি সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কত, জেনে নিন

চলতি সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কত, জেনে নিন

কলকাতা: এতদিন বৃষ্টির দেখা মিলছিল না বলে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাঙালি। তবে এবার চলতি সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। সৌজন্য ঘূর্ণিঝড় ‘অশনি’। বাংলার মাটিতে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলেই আপাতত জানান হয়েছে কিন্তু পরোক্ষ প্রভাবে লাগাতার বর্ষণ হবে। আগামী শুক্রবার (১৩ মে) পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি, এমনই জানান হয়েছে। তবে কোন জেলায় কত বৃষ্টি হবে, সেটাও জেনে নেওয়া দরকার।

আরও পড়ুন- দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। যদিও শুক্রবারের পরেও আগামী সপ্তাহে বৃষ্টি চলবে এমন সম্ভাবনাও আছে। সব জায়গায় একই অনুপাতে বৃষ্টি হবে না এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ৯ মে অর্থাৎ সোমবার থেকে ১৩ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার ইতিমধ্যেই সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে গিয়েছে পূর্বাভাস মতো। বাকি দিনগুলিতে কোন জেলায় বৃষ্টি এবার তা দেখে নেওয়া যাক। আবহাওয়া দফতর বলছে, ১০ মে, মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর এবং উপকুলবর্তী জেলায়। ৭০ থেকে ১১০ মিলিলিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে।

তবে সব জায়গায় একই রকম ভাবে বৃষ্টি হবে তা নয়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা। ঝড়ের তেমন পূর্বাভাস না থাকলেও বিভিন্ন জায়গায় কমপক্ষে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, আপাতত উত্তর-পূর্বমুখী হয়ে এগোলেও মঙ্গলবার সকাল থেকেই উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা উপকূলের দিকে ‘অশনি’র গতিমুখ ঘুরবে বলে জানাচ্ছে মৌসম ভবন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =