প্রেমের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার মা ও মেয়ে

প্রেমের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার মা ও মেয়ে

নরেন্দ্রপুর: প্রেমের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও তুলে এক ব্যাক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগ মা ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে। লিখিত অভিযোগের ভিত্তিতে মা ও মেয়েকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

মহালক্ষ্মী মুখোপাধ্যায় নামে এক মহিলা ফেসবুকে ব্যারাকপুরের এক বাসিন্দার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। বেশ কিছুদিন সোশ্যাল সাইটে কথোপকথনের পর ফোন নম্বর দেওয়া-নেওয়া৷ সেখান থেকেই বন্ধুত্বের আরও গভীরতা৷ তারপরই ওই ব্যক্তিকে নিজের বাড়িতে ডাকেন মহিলা৷

পুলিশের কাছে অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, তাকে নিজের বাড়িতে ডাকেন ওই মহিলা৷ অন্য ঘর থেকে ওই মহিলার মেয়ে সুচেতা মুখোপাধ্যায় গোপনে ভিডিও রেকর্ডিং করেন। এরপরই সেই ভিডিও দেখিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। ১০ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছ থেকে।

সম্মানহানির কথা ভেবে তার মধ্যে ২ লক্ষ টাকা তিনি দিয়ে দেন। তারপরও ফের টাকা চায় মা-মেয়ে৷ প্রতারিতের কথায়, ‘‘ভয় পেয়ে প্রথমে ২ লক্ষ টাকা দিয়ে দিই৷ তারপর মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করি৷ সব ঘটনা পুলিশকে খুলে বলি৷’’ তদন্তে নেমে এরপরই প্রেমের জাল পাতা মা ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =