নিমতা: সোমবার কালীপুজো। গোটা রাজ্য মাতবে আলোর উৎসবে। কিন্তু পশ্চিমবঙ্গের নিমতার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাসের বাড়িতে শোক থাকবে। কারণ বাড়ির ছেলেই তো বাড়ি ফিরবে না। উত্তরাখণ্ডে পর্বতারোহণে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। দীপাবলীর আগেই তাঁর বাড়ি এবং এলাকায় শোকের ছায়া। গত ১৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুন- অবশেষে ‘ধূসর তালিকা’ থেকে বেরোল পাকিস্তান, খোঁচা ভারতের
ট্রাভেল এজেন্ট হিসাবে কাজ করা নির্মল বিশ্বাস পাহাড় চড়তে বরাবর পছন্দ করতেন। পর্বতারোহণের জন্য প্রত্যেক বছরই কোথাও না কোথাও যেতেন তিনি। আর এবার গিয়েছিলেন উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাস। সেটি জয় করার লক্ষ্য ছিল তাঁর। কিন্তু তুষারধস সব স্বপ্ন শেষ করে দিল নির্মলের। সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখ থেকে তুষার ঝড় শুরু হয়েছিল। আর গত ১৯ অক্টোবর গিয়া বিনায়ক পাসে প্রবল তুষারঝড়ের কবলে পড়েন তিনি। আর তাতেই প্রাণ হারান নির্মল বিশ্বাস। বলে রাখা দরকার, গিয়া বিনায়ক পাস দেশের অন্যতম কঠিন শৃঙ্গ। এর আগে বেশ কয়েকটি শৃঙ্গ জয় করেছেন নির্মল। এবার এটাই জয় করতে চেয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ দু-তিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু মোবাইলে তাঁকে পাওয়া যাচ্ছিল না। অনেকের ভেবেছিলেন যে নেটওয়ার্কের সমস্যা। কিন্তু অবশেষে সেই ভুল ভেঙে গেল পরিবারের সকলের। ওপার থেকে ফোন তো এল, কিন্তু তা নির্মল করলেন না। বরং তাঁর মৃত্যু বার্তা এল তাদের কাছে।