কলকাতা: প্রায় ১২ বছর পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল৷ তথ্যপ্রমাণের অভাবে শুক্রবার এই মামলায় অনুব্রত-সহ ১৪ জন অভিযুক্তকে ‘বেকসুর খালাস’ ঘোষণা করে বিধাননগরের এমপি-এমএলএ আদালত৷
আরও পড়ুন- ছোট্ট ‘ভুলে’ই ধরা পড়ল জালে! ধুরন্ধর সত্যেন্দ্রর নাগাল কী ভাবে পেল বিধাননগর পুলিশ?
২০১০ সালের ঘটনা৷ সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট৷ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক জন জখম হন। তার মধ্যে দু’জনের অবস্থা ছিল গুরুতর। অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল৷ এই বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের মধ্যে ছিল অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ ১৫ জনের নাম। মামলা চলাকালীনই মারা যান এক অভিযুক্ত৷
২০১০-এ মঙ্গলকোট থানায় তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই মামলায় আর বিশেষ আইন-আদালত করতে হয়নি তাঁকে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর ফের ডাক পড়ে তাঁর৷ মঙ্গলকোট মামলার শুনানিতে হাজির করানোর জন্য গত সপ্তাহে আসানসোলের সংশোধনাগার থেকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে আনা হয় অনুব্রতকে। শুক্রবার ছিল রায়দান৷ তথ্য প্রমাণের অভাবে এই মামলায় অনুব্রতকে মুক্তি দেওয়া হয়৷
অনুব্রতের আইনজীবী শৌভিক বসু এদিন বলেন, ‘‘আমরা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছিলাম। কোনও তথ্যপ্রমাণ না পেয়ে আদালত অনুব্রতকে বেকসুর খালাস ঘোষণা করেছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
