কলকাতা: দীর্ঘ বেশ কিছু সময় ধরেই যে তাঁর শরীর ভাল যাচ্ছিল না সেটা সকলের জানা ছিল। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুল রায়কে। সেখানেই তাঁর মস্তিষ্কে অস্ত্রপচার হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখন তিনি আপাতত স্থিতিশীল আছেন। তবে এখন কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে।
আরও পড়ুন: গ্রেফতারির এতদিন পর পদক্ষেপ, তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল এবং শান্তনু
মুকুল রায় ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু সময় ধরে তিনি স্নায়ুরোগজনিত সমস্যা নিয়ে ভুগছেন এবং মূলত সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বেশ কয়েকটি পরীক্ষা করার পরেই তাঁর অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মস্তিষ্কে জল জমে যাওয়ার মতো সমস্যা হচ্ছিল মুকুলের, তবে এখন একটি ‘চিপ’ বসানো হয়েছে তাঁর মাথায়, যার ফলে জমা জমার সমস্যা কমে যাবে বলেই আশা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে বেশ কয়েক বার মস্তিষ্কে জমা জল সাময়িক ভাবে বার করা হয়েছিল। কিন্তু সমস্যার সুরাহা কিছুতেই হচ্ছিল না। এবার হয়তো পূর্ণ সুস্থতার দিকে যেতে পারেন রাজ্যের এই বিধায়ক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দেবকে নতুন দায়িত্ব মুখ্যমন্ত্রীর! CM Mamata makes Dev brand ambassador of Bengal tourism” width=”560″>
গত কয়েক বছরে মূল রাজনৈতিক চর্চা থেকে কার্যত দুরেই আছেন মুকুল রায়। একসময় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাছের মানুষ’ ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি টিকিটে জিতেও দল ছেড়ে তৃণমূলে ফিরে আসেন। এরপর থেকেই অসুস্থতার কারণে রাজনীতির অন্দরমহলে আর তাঁকে সে ভাবে দেখা যায় না। মাঝে মাঝে ‘অসংলগ্ন’ মন্তব্যের জন্য সংবাদের শিরোনাম দখল করেছিলেন তিনি। অনেকের ধারনা ছিল, পত্নীবিয়োগের পর এমন হয়ে গিয়েছেন। এখন আশা, অস্ত্রপচারের পর আগের জায়গায় ফিরে আসবেন মুকুল রায়।