নিউটাউনে নার্সের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, উদ্ধার নোট

নিউটাউনে নার্সের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, উদ্ধার নোট

কলকাতা: নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এক নার্সে৷ শুক্রবার সকালে হাসপাতালের নার্স হোস্টেলের রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়৷ মৃতদেহর সঙ্গে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও৷ তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই নার্সের নাম, নিতু সিং গিল (২৮)৷   দিল্লির বাসিন্দা  এখানে কিছুদিন আগে কাজে যোগ দেন। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার (কেএলসি) পুলিশ। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যেখানে বাবা মাকে ‘সরি’ বলে উল্লেখ আছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান৷

পুলিশ সূত্রে খবর, কাজে যোগদানের কিছুদিন পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল নিতু৷ এমনটাই জানিয়েছেন তাঁর সহকর্মীরা। আজ সকালে সহকর্মীরা যখন নিতুকে ডাকতে যায়, তখন তাঁর রুমে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে নিতুর মৃতদেহ। এরপরই হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হয়৷ তারাই কেএলসি থানায় খবর দেয়। নিহতের মোবাইলের কল লিস্ট এবং বাড়িতে থাকা অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা৷ তদন্তকারী দলের এক সদস্যের কথায়, ‘‘তদন্তে সবদিকই নজর রাখা হচ্ছে৷ আত্মহত্যা করে থাকলে কি কারণে মানসিক অবসাদ তৈরি হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =