রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! বোনাস ঘোষণা মমতার

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! বোনাস ঘোষণা মমতার

কলকাতা: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করা হল, অ্যাড হক বোনাস দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এমন জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সকল কর্মীরা।

নবান্নে তরফে জানানো হয়েছে, উৎসব ভাতা হিসেবে বোনাস দেওয়া হবে সরকারি কর্মীদের। সর্বনিম্ন সাড়ে চার হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে। বেতন ৩৬ হাজার টাকার কম হলে মিলবে ৪,৫০০ টাকা। ৩৬ থেকে ৪৫ হাজারের মধ্যে বেতন যাঁদের, তাঁরা ১২ হাজার টাকা অগ্রিম বেতন পাবেন। যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মচারিদের। এ ছাড়াও পেনশনভোগীদের জন্য এককালীন আড়াই হাজার টাকার ভাতা ঘোষণা করা হয়েছে। মুসলিম কর্মচারীরা ইদের আগেই আবেদন করতে পারবেন এই বোনাসের জন্য, অমুসলিমদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 10 =