পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন, কত টাকা জানেন?

কলকাতা: লোকসভা নির্বাচনে কাজের জন্য এই প্রথম পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন৷ পুলিশকে সাম্মানিক প্রদানের জন্য প্রায় ৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।…

WhatsApp Image 2024 07 19 at 9.07.01 PM

কলকাতা: লোকসভা নির্বাচনে কাজের জন্য এই প্রথম পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন৷ পুলিশকে সাম্মানিক প্রদানের জন্য প্রায় ৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার জন্য নির্দিষ্ট অর্ডার করা হয়েছে।

অর্ডার অনুযাযী এডিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি, এসডিপিও-সহ উচ্চপদে কর্মরত এমন প্রায় ১,৩৮২ জন তাঁদের এক মাসের ‘বেসিক পে’ সাম্মানিক হিসাবে পাবেন। এছাড়া আরও প্রায় ২৮,৭৯২ জন পুলিশ কর্মি সাম্মানিক হিসাবে পাবেন ৭,৫০০ টাকা করে।