কলকাতা: ৯ দিনের বিদেশ সফর শেষ করে শনিবার দেশে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই এবং স্পেন সফর করে তিনি একাধিক বিনিয়োগকারী এবং শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক করেন। বিরোধীরা শুরু থেকেই অবশ্য এই বিদেশ সফরের সমালোচনা করেছিল। কটাক্ষ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প নিয়ে আসার কথা শুনে। কিন্তু আদতে এই সফরের নির্যাস কী? কিছুই কি মিলল না, নাকি অনেক কিছু পাওয়া গেল? মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত কিছু তথ্য সামনে এসেছে।
শহরে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা ছিল, এমন সফল বিদেশ সফর তিনি খুব কম দেখেছেন। তারপরই নবান্নের তরফে বিবৃতি দেওয়া হয়েছে যে এই বিদেশ সফর কার্যত ‘সুপারহিট’। জানা গিয়েছে, বই থেকে ফুটবল, বিদেশ থেকে বাংলার জন্য অনেক আশা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। লুলু থেকে শুরু করে জারা গোষ্ঠী, সকলকে বাংলায় বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলা ও বাঙালির প্রিয় ফুটবলের উন্নতিসাধন পৃথিবীর বৃহত্তম ফুটবল লিগ লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। লা লিগা প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন মমতা। কথা হয়েছে যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়াম নিয়েও। এও জানা গিয়েছে, লা লিগা বাংলায় ফুটবল অ্যাকাডেমিও গড়বে।
নবান্ন এও জানিয়েছে, সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরে ২২৬টি বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান উপস্থিত ছিল। এর মধ্যে মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে ৩৭টি বাণিজ্যিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, বার্সেলোনায় ৫৪টি সংস্থা এবং দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে ১৩৫টি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হাজির ছিলেন। পাশাপাশি বইয়ের প্রচার, প্রসার এবং ভারত-স্পেনের সাহিত্যপ্রেমীদের মধ্যে চিন্তাভাবনা আদানপ্রদান বিষয়ক ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে। কলকাতা বইমেলায় আমন্ত্রণও জানানো হয়েছে বিদেশি প্রতিনিধিদের।
এমনও ইঙ্গিত মিলেছে যে, বাংলায় দুবাইয়ের লুলু শিল্প গোষ্ঠী বিনিয়োগ করতে পারে। এছাড়া তাদের মলে বিশ্ববাংলার স্টোর থাকবে বলেও জানা গিয়েছে। আবার নিউ টাউনে শপিং মল তৈরির ব্যাপারেও তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। অন্যদিকে, স্পেনের জারা শিল্পগোষ্ঠীর সঙ্গেও আলাদা কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।