কলকাতা: ডিএ মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। এই মামলায় রিভিউ পিটিশন ফাইল করেছে তাঁরা। বৃহস্পতিবার অনলাইনে ফাইলিং-এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। যদিও মামলাকারীদের এখনও নোটিশ দেওয়া হয়নি। রিভিউ পিটিশনের নম্বর এলেই মামলাকারীরা নোটিশ পেয়ে যাবেন।
আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে রাতভর অবস্থানে ছিল টেট-উত্তীর্ণরা, সকালে সরাল পুলিশ
আসলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল সরকারি কর্মীদের তিন মাসের মধ্যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। কারণ ডিএ মেটানোর জন্য এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি নবান্ন। তাই অনুমান করা গিয়েছিল যে রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হবে আবার। জল্পনা মতোই তা হল।
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের ৩২ শতাংশ ডিএ বকেয়া। সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করা হয়। কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ এই মামলা করে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ডিএ মেটানোর পক্ষেই রায় দেয়। তবে রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। সেখানেও তাঁরা ধাক্কা খায়। এখন আর্জি নির্দেশ পুনর্বিবেচনার।
