আজ ফের হাইকোর্টে নারদ মামলার শুনানি, ভাগ্য নির্ধারণ ৪ হেভিওয়েটের

আজ ফের হাইকোর্টে নারদ মামলার শুনানি, ভাগ্য নির্ধারণ ৪ হেভিওয়েটের

কলকাতা: কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আজ ফের হাইভোল্টেজ নারদ মামলার শুনানি৷ গত সোমবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি হয়৷ এর পর সুপ্রিম কোর্টে নারদ মামলার আবেদন জানায় সিবিআই৷ যদিও সেখানে জোড় ধাক্কা খায় সিবিআই৷ মামলা ফেরানো হয় হাইকোর্টেই৷ অন্যদিকে কলকাতার উপর ঘূর্ণিঝড় যশের প্রভাব পড়তে পারে বলে দু’দিন হাইকোর্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু কলকাতার উপর সে ভাবে যশের প্রভাব না পড়ায় বৃহস্পতিবারই খুলছে হাইকোর্ট৷ 

আরও পড়ুন- রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

অর্থাৎ আজ ফের নারদ মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে৷ আজ সকাল ১১টায় শুরু হবে মামলার শুনানি৷ আদালতের নির্দেশে আপাতত গৃহবন্দি রয়েছেন তার হেভিওয়েট নেতামন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতায় যশের প্রভাব পড়তে পারে চিন্তা করেই ২৬ ও ২৭ তারিখ হাইকোর্টে সমস্ত শুনানি বন্ধ রাখার কথা জানিয়েছিল৷ কিন্তু সেভাবে কলকাতার উপর প্রভাব ফেলেনি যশ৷ বৃষ্টি ছাড়া আর কোনও প্রভাব পড়েনি তিলোত্তমার উপরে৷ তাই আজই খুলছে হাইকোর্ট৷ সেই সঙ্গে ভাগ্য নির্ধারণ হবে চার হেভিওয়েটের৷ 

সকাল ১১টার সময় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু হবে৷ মঙ্গলবার সিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে যে ভাবে কড়া পর্যবেক্ষণ রেখেছে সুপ্রিম কোর্ট, তাতে কিছুটা ব্যাকফুটে সিবিআই৷ শীর্ষ আদালতে তারা সুবিধা করতে পারেনি৷ এর পরেই তারা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়৷ এদিকে সোমবার সওয়াল জবাবের পরেও কোনও সুরাহা না হওয়ায় ঠিক হয় বুধবার শুনানি হবে৷ কিন্তু পরে ২৬ ও ২৭ তারিখ যশ সতর্কতায় হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়৷ কিন্তু ঝড়ের প্রভাব না পড়ায় আজই ফের হাইকোর্টে হবে নারদ শুনানি৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =