কলকাতা: মে মাসেই কলকাতায় আসার কথা ছিল বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর। কিন্তু সেই সময় তিনি আসেননি। এবার জানা গেল, চলতি মাসেই বঙ্গে আসছেন তিনি। সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনে সামিল হওয়া থেকে শুরু করে আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে জনসভাও করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রের খবর, আগামী ৮ কিংবা ৯ জুন রাজ্যে আসতে পারেন ‘নমো’। অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও আসার কথা এই মাসেই।
পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি সাজিয়ে ফেলেছে বঙ্গ গেরুয়া ব্রিগেড। জেলায় জেলায় জনসভা থেকে শুরু করে পদযাত্রা সবকিছুর পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসেই তা শুরু হওয়ার কথা। অনুমান করা হচ্ছে, মোদীর সফরের মধ্যে দিয়েই তা শুরু হতে পারে। আরও জানা গিয়েছে, বিজেপি এবারেও জঙ্গলমহলে সংগঠন মজবুত করায় জোর দিয়েছে। তাই পঞ্চায়েতে জঙ্গলমহলের মন জয় করতে সেখানেও হতে পারে জনসভা বলে খবর। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে চারটি আসনের তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কাশ্মীর, কেরলের পর বাংলা! বড় পর্দায় এবার দ্য ডায়েরি ওব ওয়েস্টবেঙ্গল! ছবির ট্রেলার ঘিরেই বিতর্ক শুরু” width=”853″>
এর আগে এপ্রিল মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। তখন অবশ্য কোনও রাজনৈতিক কর্মসূচি করেননি তিনি। কিন্তু এবার সম্পূর্ণভাবে ভোটকেই গুরুত্ব দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের পর ২০২৪ লোকসভা ভোটও আছে। তাই এখন থেকেই বাংলায় মাটি শক্ত করার কাজ শুরু করেছে গেরুয়া বাহিনী।