জেলই এখন ঠিকানা নওশাদের, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিধায়কের

জেলই এখন ঠিকানা নওশাদের, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিধায়কের

কলকাতা: চলতি মাসে জেলেই থাকতে হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। শনিবার নিউ মার্কেট থানার মামলায় তাঁকে নগর দায়রা আদালতে তোলা হয়েছিল। সরকারি আইনজীবী তাঁর জন্য ফের পুলিশি হেফাজত চান। কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নওশাদকে। এই মামলায় আগেই তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাঁকে আবার আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন- লিভইন পার্টনারকে খুন করে রেখেছিলেন ধাবার ফ্রিজে, কয়েক ঘণ্টা পরই বিয়ে করেন সাহিল!

নতুন করে জেল হেফাজতের নির্দেশ আসার পর রাজ্য সরকারের বিরুদ্ধে আরও বেশি ক্ষোভ উগরে দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, জেল বা জরিমানা করে তাঁকে আটকানো যাবে না। মানুষের জন্য যে লড়াই তিনি করছেন তা চালিয়ে যাবেন। এর পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে কার্যত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। নওশাদের দাবি, তাঁকে জেলে আটকে রাখার জন্যই খুনের চেষ্টার মামলা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ ২০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।