নতুন ঘূর্ণিঝড়ের নামের সঙ্গে মিল আছে কফি, শহরেরও! নামকরণ কার

নতুন ঘূর্ণিঝড়ের নামের সঙ্গে মিল আছে কফি, শহরেরও! নামকরণ কার

কলকাতা: শনিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপের রূপ নিতে পারে। যা থেকে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে৷ এমন আভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আর এও জানান হয়েছে যে, এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ বা অনেকে একে ‘মোচা’ও বলছেন। কিন্তু এই নামের মানে কী, কেই বা এই নাম দিল, তা সম্পর্কে অনেকের ধারণা নেই। সেই বিষয়ে এবার জেনে নেওয়া যাক। 

সবার প্রথমে জানতে হবে এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। তবে এই শব্দের আক্ষরিক কোনও অর্থ নেই। ইয়েমেনের এক বন্দর শহরের নাম ‘মোখা’ বা ‘মোকা’। সেই কারণেই এই ঝড়ের নাম দেওয়া হয়েছে এমন। এক সময়ে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর ছিল এটি। এই শহরেই বিখ্যাত কফি ‘মোখাঁ’র চাষ হয়। কফির নামও এসেছে বন্দর শহর থেকেই।