কলকাতা: আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে নিল রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত।
বুধবার রাতে আচমকাই স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ঘোষণা করেন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে। সরানো হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং কলেজের MSVP কেও। একইসঙ্গে, আন্দোলনকারী চিকিত্সকদের দাবি মেনে সন্দীপ ঘোষকেও তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
মোদ্দা কথা আরজিকর থেকে সরিয়ে তাঁকে যে ন্যাশনাল মেডিক্য়াল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি সরে এল রাজ্য।
প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য জুড়ে। সাধারণ মানুষ, সেলিব্রিটি, আইনজীবী যখন প্রতিবাদ জানিয়ে পথে নামছেন, তখন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরাও। অলরেডি শুভেন্দুর হুঁশিয়ারি, ‘সোমবারের মধ্যে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে’। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার আরজি করে ঢালাও রদবদলের পথে হাঁটল, বলা ভালো হাঁটতে বাধ্য হলো রাজ্য সরকার।