আরও বাড়তে চলেছে হুইস্কি-রামে’র দাম, মাথায় হাত বাংলার সুরাপ্রেমীদের

আরও বাড়তে চলেছে হুইস্কি-রামে’র দাম, মাথায় হাত বাংলার সুরাপ্রেমীদের

 

কলকাতা:  প্রস্তাবিত কর কাঠামো সংশোধনের পর মাদক শিল্পে বড় সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বাড়তে পারে একাধিক জনপ্রিয় ইন্ডিয়ান মেড ফরেন লিকার (আইএমএফএল) ব্র্যান্ডের দাম৷ তবে জোড় কানাঘুষো, কমতে চলেছে লাইট বিয়ার-এর দাম৷ যদিও লিকার ইন্ডাস্ট্রির এই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আবগারি বিভাগের আধিকারিকরা৷ 

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে তেরঙ্গা কেক কেটে বিতর্কে তৃণমূল, তোলপাড় নেটপাড়া

 

শুক্রবার এক সিনিয়র আধিকারিক বলেন, ‘‘এই বিষয়ে এখনও হিসাবনিকাশ এবং আলাপ-আলোচনা প্রক্রিয়া চলছে৷ কর কাঠামো স্থির হওয়ার পরই এই বিষয়ে মন্তব্য করা সম্ভব৷’’ প্রসঙ্গত, গত ৯ এপ্রিল মদ বিক্রির উপর যে ৩০ শতাংশ বাড়তি বিক্রিয় কর চাপানো হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে৷ বদলে পণ্যমূল্যের উপর স্ল্যাব ভিত্তিক কর প্রবর্তন করে পুরো আবগারি কাঠামো পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নয়া কর কাঠামো নির্ভর করবে এক্স-ডিস্টিলারি প্রাইস (ইডিপি) এবং এক্স-ব্রিয়ারি প্রাইস (ইবিপি)-এর উপর৷ বিয়ারের ইবিপি’র উপর ১৬টি স্ল্যাব থাকবে৷ অন্যদিকে, আইএমএফএল-এর ক্ষেত্রে নির্ধারিত ইডিপি’র উপর ২২টি স্ল্যাব থাকবে৷ লিকার ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘‘ঘোষিত ইডিপি এবং ইবিপি অন্যান্য রাজ্যের থেকে কম ধার্য করা হবে৷ কিন্তু যদি বেশি ধার্য করা হয়, তাহলে নতুন কাঠামো অনুযায়ী সংস্থাকে ন্যায় সঙ্গত দাম ধার্য করতে হবে৷’’ 

আরও পড়ুন- প্রসাদের পরিবর্তে মাস্ক বিলি, গণেশ পুজো কমিটির উদ্যোগকে কুর্নিশ

 

সূত্রের খবর, ৯ এপ্রিলের পরবর্তী সময়ে ৩০ শতাংশ বাড়তি বিক্রয় কর লাগু হওয়ার পর ইন্ডিয়ান মেড ফরেন লিকারের যা দাম ছিল, তার চেয়ে দাম অনেকটাই বাড়তে চলেছে৷ বর্তমান ‘রাম’-এর যা দাম, তার চেয়ে ৯ শতাংশ মূল্য বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ বর্তমান মূল্যের নিরিখে হুইস্কি ব্র্যান্ডের দাম বাড়তে পারে ২০ শতাংশ৷ নতুন কর কাঠামোয় আবগারি শুল্ক এবং অতিরিক্ত আবগারি শুল্ক মিলিয়ে বিভিন্ন আইএমএফএল-এর উপর ৩৩০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত কর ধার্য করা হতে পারে৷ অন্যদিকে, স্ট্রং বিয়ারের ক্ষেত্রে কর ধার্য হতে পারে ১৩২ টাকা থেকে ৬৯০ টাকা৷ মাইল্ড বিয়ারের উপর কর চাপবে ১০৬ টাকা থেকে ৫৫২ টাকা পর্যন্ত৷ মাদকের দাম বাড়ার খবরে মাথায় হাত সুরাপ্রেমীদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =