বিক্ষোভে বানচাল জন্মদিনের আয়োজন, মেডিক্যালে নির্মল মাজিকে ‘গো ব্যাক’

বিক্ষোভে বানচাল জন্মদিনের আয়োজন, মেডিক্যালে নির্মল মাজিকে ‘গো ব্যাক’

কলকাতা: বিক্ষোভের জেরে বানচাল মেডিক্যালে নির্মল মাজির জন্মদিন পালনের আয়োজন৷ প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের একাংশের উদ্যোগে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল৷ কিন্তু তা ভেস্তে গেল চিকিৎসকদের একাংশের জন্যে৷ ফুল-উপহার, কেক এনেও পণ্ড সমস্ত পরিকল্পনা৷ 

আরও পড়ুন- নাক গলাচ্ছেন রাজ্যপাল! চরম ক্ষোভ প্রকাশ করলেন বিমান

প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের কলকাতা মেডিক্যাল কলেজের অফিসে আজ নির্মল মাজির জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল পিডিএ-র পক্ষ থেকে৷ চিকিৎসক, নার্স সহ অন্যান্য সদস্যরা আসতেও শুরু করেছিলেন৷ কিন্তু অনুষ্ঠানের আগে পিডিএ-র একাংশ প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ যদিও কোনও রকম হইচই বা স্লোগানিং তাঁরা করেননি৷ তবে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গো ব্যাক নির্মল মাজি’৷

তাঁদের অভিযোগ, কোভিড আবহে কলকাতা মেডিক্যাল কলেজে যেখানে তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি চলছে, সেখানে প্রশাসন ঘটা করে জন্মদিন পালনের পক্ষে নেই৷ সেই প্রতিবাদ জানাতেই তাঁরা এখানে দাঁড়িয়েছিলেন৷ সেই সময় নির্মল মাজির গাড়ি এখানে আসে এবং বিক্ষোভরত পড়ুয়াদের দেখে সেখান থেকে তাঁর গাড়ি বেরিয়ে যায়৷ এর পর যাঁরা এখানে জন্মদিন পালনের জন্য উপস্থিত হয়েছিলেন, তাঁরাও বেরিয়ে যান৷ গোটা ঘটনার কোনও বিস্তারিত ব্যাখ্যা মেলেনি৷ 

আরও পড়ুন- শিল্পায়ন-কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে বৈঠক, প্রণয়ন নয়া বালি খাদান নীতি

ডিউটি আওয়ার্সে চিকিৎসকদের বিভিন্ন ভাবে প্রভাবিত করে সেখানে নিয়ে আসা হয়েছিল৷ এ নিয়ে কলেজ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ নির্মল মাজির কোনও বক্তব্যও জানা যায়নি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =