সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে, নিশীথ মামলা ফের হাইকোর্টে

সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে, নিশীথ মামলা ফের হাইকোর্টে

কলকাতা: কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। স্পষ্ট জানান হয়েছে, কলকাতা হাইকোর্টকেই রায় পুনরায় বিবেচনা করতে হবে। 

আরও পড়ুন- দুর্নীতি যখন চলে, তখন সরকারের কাজ ঠিক কী? বাম থেকে তৃণমূল, নিয়োগে দুর্নীতি বহাল!

কনভয় হামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে রাজ্য পুলিশের সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই এই বিষয় নিয়ে তদন্ত করবে। কিন্তু রাজ্য সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ছিল এই রায়ের বিরোধিতা করে। আজ সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে পুনরায় তা হাইকোর্টের কাছেই পাঠাল। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷