কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার৷ কোথাও কোথাও আবার বৃষ্টিও নেমেছে৷ তবে তা ক্ষণিকের৷ টানা বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া এমনই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়৷ তবে ভরা মরশুমেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘাচ্ছন্নই থাকবে৷ কয়েক পশলা বৃষ্টি হতে পারে৷ রবিবার পর্যন্ত আবহাওয়ার বড়সড় পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।