২১-এর সভায় কোনও দলবদল হল না!

২১-এর সভায় কোনও দলবদল হল না!

কলকাতা: দু’বছর পর আবার পুরনো ২১ জুলাই সভা দেখল রাজ্য। ধর্মতলা চত্বর মানব সমুদ্রে পরিণত হয়েছিল। তৃণমূল নেতারা কী বলেন তার দিকে নজর ছিল সকলের। তবে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো উন্মাদনা আলাদা ছিলই। কিন্তু এর সঙ্গেও যে বিষয়টা থাকে সেটা এবার হল না। তা হল দলবদল। ২০২২ সালের ২১-এর মঞ্চে কোনও দলবদলের ঘটনা ঘটল না।

আরও পড়ুন- ২১-এর শহিদ মঞ্চে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করতালিতে ফেটে পড়ল ধর্মতলা

তাৎপর্যপূর্ণভাবে এদিন কলকাতায় এসেছেন ইন্দিরা গান্ধীর পৌত্র বরুণ গান্ধী এবং পুত্রবধূ মানেকা গান্ধী। তৃণমূলের ২১ জুলাই মঞ্চ থেকে ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন তারা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু আদতে এমনটা কিছুই হয়নি। তাঁরা দুজন কেন, কোনও নেতাই আজ এই মঞ্চ থেকে দলবদল করেননি। আজকের দিনে যে বেশ চমক থাকছে তা আগে থেকেই ইঙ্গিত মিলেছিল। তাই এই দুজনকে নিয়ে কৌতূহল ব্যাপক ছিল। কিন্তু প্রত্যাশা মতো কিছুই হয়নি এদিনের ২১-এর মঞ্চে।

তবে আজকের ভাষণে শুরু থেকেই বিজেপিকে নিশানা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির লড়াই করার ক্ষমতাই নেই, কিন্তু তৃণমূলের আছে। মমতার কথায়, বিজেপির মেরুদণ্ড বাঁকা, তৃণমূল কংগ্রেসের সোজা ছিল, থাকবে। বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে আয়কর, আরেক দিকে জিএসটি। কিন্তু তৃণমূল মাথা উঁচু করে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *