কলকাতা: চলছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার সঙ্গে আদালতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিও। কিন্তু সেই মামলার ইস্যুতেই এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর ঘোষণা, মাধ্যমিক পরীক্ষার মাঝে বেআইনি চাকরি বাতিল নিয়ে কোনও কড়া নির্দেশ দেওয়া যাবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? জানা গিয়েছে, এমন কোনও সিদ্ধান্ত হলে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি।
আরও পড়ুন- নিশীথ-কাণ্ডে কড়া বিবৃতি রাজভবনের, বিজেপির দাবি মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে?
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় মাধ্যমিক পরীক্ষার মাঝে বেআইনি চাকরি বাতিল নিয়ে এমনই বড় মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর। তাঁর কথায়, রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। এখন ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হলে পুরো পরীক্ষায় তার প্রভাব পড়তে পারে। তাই এখনই এ নিয়ে কোনও নির্দেশ দেওয়া হলে তা সমস্যা বৃদ্ধি করবে বলে মত তাঁর। সেই প্রেক্ষিতেই তাঁর নির্দেশ, মাধ্যমিক পরীক্ষা মিটলে পরবর্তী পদক্ষেপ করবে আদালত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”টাকা চুরির শাস্তি! ছেলেকে ঝুলিয়ে দিল বাবা! Man’s bizarre punishment for his 11-year-old son” width=”560″>
বিষয় হল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নবম-দশম শ্রেণিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ হয়। তার মধ্যে ১০ শতাংশ বা প্রায় হাজারের বেশি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই মুহূর্তে নবম-দশম শ্রেণিতে বিকৃত ওএমআর সিটে চাকরি মামলার রায়দান স্থগিত আছে ডিভিশন বেঞ্চে। সেই রায়ের দিকেই তাকিয়ে কমিশন। তবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেই নিয়েও কোনও নির্দেশ আসবে না বলে ধারনা।