শিলিগুড়ি: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনার জেরে কাঁপছে গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে অর্থনীতিতে৷ ভারত ব্যতিক্রম নয়৷ বাংলায় থাবা বসিয়েছে করোনা৷ পরিস্থিতি মোকাবিলায় বাংলাজুড়ে দু'দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ঘোষণা হলেও করো না পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে আসেনি৷ আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের করোনা চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হবে করোনা চিকিৎসা৷ কিন্তু আজ পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল জানিয়ে,উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হবে না কারোনা চিকিৎসা৷ তার জন্য বিকল্প কিছু ব্যবস্থার কথা জানানো হয়েছে৷
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আপাতত করোনা চিকিৎসা করা হবে না৷ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট থাকা রোগীদের প্রথমে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গ মেডিকা হাসপাতালে৷ সেখানে আইসোলেশন রাখা হবে রোগীদের৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করানো হবে৷ রিপোর্ট পজিটিভ হলে পরবর্তী রোগীদের ক্ষেত্রে পাঠানো হবে মাটিগড়ার চ্যাং হাসপাতলে৷ সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা হবে৷ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে মেডিকা থেকে রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য পাঠানো হবে৷ এমনই জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি৷
আজ উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর রাজ্য সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধি তথ্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রথমে যারা ডায়াগনোসিসের আগে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসবেন, তাঁরা মেডিকা হাসপাতালে যাবেন৷ টেস্ট রিপোর্ট হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে নমুনা পরীক্ষা পজেটিভ হলে রোগী চলে যাবে মাটিগাড়া চ্যাং হাসপাতালে৷ আর যদি কোনও রোগের নেগেটিভ রিপোর্ট হয়, তিনি চলে যাবেন মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)