দরজায় কড়া নাড়ছে শীত। কিন্তু তার আগে ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবারের পর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।
শুক্রবার পর্যন্ত দুই বঙ্গে মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়া শুষ্ক থাকবে। হেমন্তের আমেজ ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। তবে উত্তরবঙ্গে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের আশঙ্কাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহান্তে শনি ও রবিবার রাজ্যের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। বাকি জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাস বইবে। আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে হালকা শীতের আমেজে হেমন্ত চেটেপুটে উপভোগ করতে পারবে মানুষ।
Get the latest weather update for Bengal! Alipore Meteorological Department forecasts light to moderate rain in North Bengal after Friday, with possibilities of rain in some South Bengal districts too. Stay prepared!










