‘নুসরত নিখোঁজ, সন্ধান চাই’, পোস্টারে ছয়লাপ বসিরহাট, সাংসদকে খুঁজছে দলও!

‘নুসরত নিখোঁজ, সন্ধান চাই’, পোস্টারে ছয়লাপ বসিরহাট, সাংসদকে খুঁজছে দলও!

বসিরহাট: নিখোঁজ নুসরত! হ্যাঁ, এমনই পোস্টারে ছেয়ে গিয়েছে বসিরহাট লোকসভা৷ সেখানে লেখা, ‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ পোস্টারের নীচে লেখা রয়েছে ‘প্রতারিত জনগণ’৷ আশ্চর্যের বিষয় হল, কিছু পোস্টারের নীচে আবার লেখা রয়েছে, ‘প্রচারে তৃণমূল’৷ 

আরও পড়ুন- দু’দিন ধরে ছেলের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, ঘুমাচ্ছে ভাবলেন বৃদ্ধা মা

বসিরহাটের চাঁপাতলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এই পোস্টারে ছয়লাপ৷ এদিকে দলীয় সাংসদের নামে এমন পোস্টার পড়েছে দেখতে পেয়েই তড়িঘড়ি তা ছিঁড়ে ফেলার উদ্যোগ নেয় স্থানীয তৃণমূল নেতৃত্ব৷ পোস্টার ছিঁড়লেও দলের একাংশ কার্যত স্বীকার করে নিয়েছে যে, দলীয় সাংসদকে দীর্ঘ দিন এলাকায় দেখতে না পয়েই এই পোস্টার লাগানো হয়েছে। তবে কে বা কারা ওই পোস্টার লাগিয়েছেন, তা নিয়ে স্থানীয় তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার সাঁটিয়ে দিয়ে গিয়েছে৷   

তবে যে বা যাঁরাই এ কাজ করে থাকুক না কেন, গ্রামবাসীদের একাংশ নৈতিক ভাবে তা সমর্থন করছেন বলেই জানিয়েছেন। এলাকার বাসিন্দা সামছুর নাহার বিবির কথায়, ‘‘পোস্টারে একদম ঠিক কথাই লেখা আছে। ভোট দেওয়ার পর থেকে ওঁকে আর এই গ্রামে দেখতে পাইনি।’’ তাঁর মতো আরও গ্রামের অনেকেরই একই অভিযোগ। এদিকে, এলাকায় পোস্টার পড়তেই দ্রুত তা ছিঁড়ে ফেলার নির্দেশ দেন চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। পোস্টার ছেঁড়ার নির্দেশ দিলেও তাঁর গলাতেও প্রচ্ছন্নে শোনা গেল একই সুর৷ পোস্টারের বক্তব্যকে সমর্থন করছেন তিনিও৷ 

হুমায়ুনের কথায়, ‘‘ভোটের পর থেকেই সাংসদ নুসরত জাহানকে সামনে পায়নি বসিরহাটের মানুষ৷ সে কারণেই তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই পোস্টার তারই বহিঃপ্রকাশ।’’ সাংসদের এলাকায় না আসা নিয়ে দলের কর্মী-সমর্থকদের একাংশের মধ্যেও যে ক্ষোভ রয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি৷