‘ঝুঁকি নিলেই গল্প হয়’, গর্ভের সন্তানকে নিয়ে জলে ডুব দিয়ে কোন বার্তা দিলেন নুসরত?

‘ঝুঁকি নিলেই গল্প হয়’, গর্ভের সন্তানকে নিয়ে জলে ডুব দিয়ে কোন বার্তা দিলেন নুসরত?

কলকাতা: বিচ্ছেদ থেকে লিভ ইন৷ আর হালে তাঁর মা হওয়ার গুঞ্জন৷ সব মিলিয়ে সংবাদ শিরোনামে নুসরত জাহান৷ কানাঘুষো আগামী সেপ্টেম্বরেই নাকি মা হচ্ছেন সাংসদ অভিনেত্রী৷ কিন্তু এরই মাঝে নিয়ে ফেললেন সাহসী পদক্ষেপ৷ গর্ভের সন্তানকে নিয়েই নীল জলে ডুব দিয়ে শরীর ভেজালেন অভিনেত্রী৷ সঙ্গে দিলেন সাহসী বার্তা৷ 

আরও পড়ুন- ‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন নুসরত৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে কালো স্লিভলেস পোশাকে, স্মোকি আই আর সঙ্গে ভেজা চুল। তাঁর চোখের আবেদনে আরও একবার ঝড় উঠেছে ভক্তদের হৃদয়ে। সেই সঙ্গে তাঁর সাহস দেখেও হতবাক নেটিজেনরা। তবে জলে গা ভাসিয়েই নুসরতের বার্তা, ‘ঝুঁকি নিলেই গল্প তৈরি হয়৷’’ এই বর্তা দিয়ে কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী? তবে কি তাঁর জীবনে যে  সাহসী পদক্ষেপ করেছেন, সে কথাই বলতে চাইলেন? তবে কি তিনিও হয়ে উঠবেন সিঙ্গেল মাদার?

গত কয়েকদিন ধরেই বেশ কটাক্ষের শিকার নুসরত৷ তবে তাতে তিনি দমবার পাত্রী নন৷ তিনি তাঁর জীবন চালান নিজের ছন্দে৷ বরং বারবার সাহসী অবতারে ধরা দিয়েছেন৷ অন্তঃসত্ত্বা অবস্থাতেও করেছেন ফটোশ্যুট৷ সম্প্রতি যে ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে এসেছে সেটা অবশ্য ফেব্রুয়ারি মাসের৷ সেই সময় প্রেগনেন্সির প্রথম পর্যায়ে ছিলেন তিনি৷ লোকে যাই বলুক, তিনি মাতৃত্বের পর্ব বেশ উপভোগ করছেন৷ এই সন্তানের বাবা কে তা এখনও অজানা৷ হয়তো বা সিঙ্গেল মাদার হয়েই সন্তানকে মানুষ করবেন তিনি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =