কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল গ্রেফতার হয়েছেন সোমবার। অয়নের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, তাঁর কাছ থেকে চাকরির পরীক্ষার একাধিক ওএমআর সিটের প্রতিলিপি সহ অ্যাডমিড কার্ডও পাওয়া গিয়েছে। এছাড়া এও অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে যুক্ত তিনি।
আরও পড়ুন- কেষ্টর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! কার দাক্ষিণ্য? উত্তর খুঁজছে ইডি
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অয়নের বাড়ি থেকে যে ওএমআর সিট উদ্ধার করেছে তা পুরসভা সংক্রান্ত পরীক্ষার বলে খবর মিলেছে। এর পাশাপাশি ২০১২ এবং ২০১৪ সালের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডও ছিল তাঁর কাছে, সেগুলিও উদ্ধার হয়েছে। এদিকে অয়নের ব্যাঙ্ক নথি ঘেঁটে কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি। সূত্রের খবর, প্রায় ৫০ কোটি টাকার হদিশ মিলেছে। এবার এই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা শুরু করেছে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিয়োগ দুর্নীতির অস্বস্তির মাঝেই বড় সিদ্ধান্ত মমতার! Mamata Banerjee gives instruction to Bratya Basu” width=”560″>
এদিকে হুগলির বলাগড়ের এক বাসিন্দা ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে, প্রাথমিকে ছেলে এবং মেয়ের চাকরি পিছু ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অয়ন। যদিও কোনও চাকরিই তিনি দিতে পারেননি। ওই প্রৌঢ়ের দাবি, স্থানীয় দুই তৃণমূল নেতার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছিল অয়নের। ব্যক্তি জানিয়েছেন, প্রথমে ২ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। পরে ধাপে ধাপে আরও ৮ লক্ষ টাকা দিতে হয়েছিল তাঁকে।