বাগুইআটি হত্যাকাণ্ডে আরও এক গ্রেফতার, দিল্লি থেকে পাকড়াও অভিযুক্ত

বাগুইআটি হত্যাকাণ্ডে আরও এক গ্রেফতার, দিল্লি থেকে পাকড়াও অভিযুক্ত

কলকাতা: বাগুইআটির জোড়া খুনের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরী অনেক আগেই গ্রেফতার হয়েছে। তার আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজত। এবার এই ঘটনায় দিল্লি থেকে আরও একজনকে পাকড়াও করল সিআইডি। কানহাইয়া কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে তাঁরা। জানা গিয়েছে, ধৃত কানহাইয়া গাড়ির চালক ছিল। এখন তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পরই আদালতে তোলা হবে।

আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ

পুলিশি জেরায় সত্যেন্দ্র আগেই জানিয়েছিল যে, অতনুকে খুন করতে ৪ জন দুষ্কৃতীকে ভাড়া করে নিউ টাউনের একটি হোটেলে ৪ দিন ধরে রেখে দিয়েছিল সে। ঘটনার দিন বাইক কেনার কথা বলে অতনুকে সে ডাকে। অতনু অভিষেকের সঙ্গে সত্যেন্দ্রর কাছে যায়। এদিকে পরিকল্পনা মতো ২টি গাড়ি ভাড়া করে রেখেছিল সত্যেন্দ্র। সেদিন সন্ধ্যায় রাজারহাটে মোটরবাইকের একটি শো রুমে যায় অতনুরা। কিন্তু সেখানে তার বাইক পছন্দ হয়নি। এর পর অতনু ও অভিষেককে নিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে চলে যায় সত্যেন্দ্র। একটি গাড়িতে তারা ছিল, অপর গাড়িতে ভাড়া করা দুষ্কৃতীরা। ওই রাস্তাতেই গাড়ি থামিয়ে পিছনের গাড়ির লোক আসে অতনুদের গাড়িতে। সেখানেই খুন করা হয় দুজনকে।

পরে এই খুনের মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল। জেরায় সত্যেন্দ্র জানিয়েছে, মোটরবাইক কেনার জন্য সত্যেন্দ্রকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু। কিন্তু পরে টাকা ফেরত চাইলেও দিচ্ছিল না সে। এরপর অতনু নাকি তার স্ত্রীকে কুকথা বলা শুরু করেছিল। তাই তাকে হত্যার ছক কষে সে। তবে অভিষেককে খুনের কোনও পরিকল্পনা ছিল না তার। শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাট করতে সেই খুন করতে হয় তাকে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =