কলকাতা: বিধানসভায় হাতাহাতির ঘটনায় সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা সহ মোট পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে৷ শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- বগটুই-কাণ্ডে উত্তাল বিধানসভা, বিধায়কদের হাতাহাতি, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর
সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা৷ অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ নাক ফেটেছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের৷ তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মেরেছেন৷ অসিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদিকে, বিধানসভায় চিকিৎসকের কাছে যেতে হল বিজেপি’র অন্তত ৮ জন বিধায়ককে৷ কারও হাতে, কারও আবার বুকে চোট লেগেছে বলে দাবি৷ এই আশান্তির মধ্যেই অধিবেশন চলছিল৷ সেই সময় ফিরহাদ হাকিম বলেন, এটা অত্যন্ত নক্ক্যারজনক ঘটনা৷ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে আবেদনও জানান তিনি৷ পরে আরও দুই বিজেপি বিধায়কের নামে নালিশ জানান তৃণমূল বিধায়করা৷ এর পর পাঁচ জনকে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷
সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিন৷ তবে আজ বিধানসভার অধিবেশন মুলতুবি করা হবে৷ অর্থাৎ আবারও বিধানসভার অধিবেশন ডাকা হবে৷ কবে অধিবেশন ডাকা হবে, তা ঠিক করবেন অধ্যক্ষ এবং পরিষদীয় দল৷ বিধানসভার ক্ষেত্রে দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ৷ একটি হল মুলতুবি এবং অপরটি হল সমাপ্তি৷ চলতি বাজেট অধিবেশন কিন্তু আজ সমাপ্ত হল না৷ তা আবারও ডাকা হবে৷ অধ্যক্ষ নতুন করে কোনও রুলিং না দিলে, এই পাঁচ জনের সাসপেনশন তখনও বজায় থাকবে৷
এদিকে, বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ টুইট করে তিনি বলেন, রামপুরহাট গণহত্যা নিয়ে আলোচনার দাবি জানানোয় বিধানসভায় বিজেপির বিধায়করা শাসকদলের বিধায়কদের হাতে যেভাবে লাঞ্ছিত হলেন, তা অত্যন্ত নিন্দনীয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>