কলকাতা: দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, এমন পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী, ৭ জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। কলকাতাতেও তাপপ্রবাহের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি বৃহস্পতিবারই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রি, এমন ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে তীব্র গরমে নাজেহাল হবে সাধারণ মানুষ এটা স্পষ্ট।
আরও পড়ুন: তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?
বুধবার ৪০ ডিগ্রি ছুঁয়েছে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলা। দুই জেলার মধ্যে মুর্শিদাবাদে ৪০.৭ ডিগ্রি তাপমাত্রা ছিল, আর বাঁকুড়াতে ছিল ৪০.২ ডিগ্রি। এছাড়া একাধিক জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৬ ডিগ্রির ওপরেই। এদিকে পূর্বাভাস মতোই, এদিন থেকে তাপপ্রবাহের আঁচ পাওয়া যাচ্ছে নানা জেলায়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ছাড়া মেদিনীপুর এবং বর্ধমানে কমলা সতর্কতা জারি হয়েছে। ভীষণ প্রয়োজন ছাড়া আমজনতাকে বিকেলের আগে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কারণ জানান হয়েছে, দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৮ হাজার ছুঁইছুঁই! India registers 7,830 cases in 24 hours” width=”560″>
ইতিমধ্যেই গরম থেকে রেহাই পেতে কী করণীয় তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে নবান্ন। বলা হয়েছে, শিশু এবং বয়স্ক মানুষদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। প্রচুর মানুষকে কাজে বেরোতেই হয়, তাই যারা বেরচ্ছেন তাদের বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, হালকা জামাকাপড় পরার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া সানস্ট্রোকের সম্ভাবনা এড়াতে সরাসরি রোদ এড়িয়ে যেতেও বলা হয়েছে। অন্যদিকে, তীব্র গরমের জেরে এবারও গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সম্ভবত, ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে৷ তবে কতদিন গরমের ছুটি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
