রাতের আকাশে রহস্যময় প্যারাশুট, সঙ্গে ক্যামেরা! নন্দীগ্রামে হচ্ছেটা কী

রাতের আকাশে রহস্যময় প্যারাশুট, সঙ্গে ক্যামেরা! নন্দীগ্রামে হচ্ছেটা কী

নন্দীগ্রাম: সাম্প্রতিক সময়ে রহস্যময় বেলুনের খবর সামনে এসেছিল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আকাশে তো বটেই, এই ‘স্পাই বেলুন’ দেখা গিয়েছিল আমেরিকার আকাশেও। দাবি করা হয়েছিল যে চিন এই বেলুন উড়িয়েছে। কিন্তু এইসব ঘটনার সঙ্গে দূর দূর পর্যন্ত বাংলার কোনও যোগাযোগ ছিল না। কিন্তু এমন এক ঘটনা ঘটল যা অবাক করে দেবে। এই মুহূর্তে রহস্যের কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম। সেখানে দেখা হল রহস্যময় প্যারাশুট, সঙ্গে ক্যামেরা।

আরও পড়ুন- নয়া নীতিতে বালি খাদান থেকে রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি

যে কোনও নির্বাচন হোক, চর্চায় থাকে নন্দীগ্রাম। কিন্তু এবার কোনও ভোটের বিষয় নিয়ে নয়, অন্য রহস্য নিয়ে আলোচনা চলছে এই জায়গা নিয়ে। শুক্রবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়া পঞ্চায়েত এলাকায় দেখা গিয়েছে ক্যামেরা সহ একটি প্যারাশুট। এলাকার একটি ফাঁকা মাঠে পড়ে ছিল সেটি। গ্রামবাসীরা অনুমান করেছে যে এটি কোনও নজরদারির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু কীসের নজরদারি, কারাই বা নজরদারি করবে, সেইসব প্রশ্নের উত্তর এখনও মিলছে না। এদিকে এই রহস্যময় প্যারাশুট আর ক্যামেরা নিয়ে শুরু হয়েছে বিরাট জল্পনা।