স্কুলের গেটে ঝুলছে কন্ডোম! “নোংরামি মুক্ত বিদ্যালয় চাই”, তুমুল বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের গেটে ঝুলছে কন্ডোম! “নোংরামি মুক্ত বিদ্যালয় চাই”, তুমুল বিক্ষোভ অভিভাবকদের

কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র একটি স্থানকে ক্রমেই যেন আবর্জনার স্তুপে পরিণত করে তুলেছে কিছু মানুষ৷ প্রতিদিনই স্কুলের সামনে নোংরা আবর্জনা ফেলে ভর্তি করা হচ্ছে৷ এমনকী নানা ধরনের বর্জ্য পদার্থ ছুড়ে ফেলা হচ্ছে স্কুলের বারান্দায়৷ বাদ যায়নি বিষ্ঠাও৷ এরই মধ্যে যেন যাবতীয় শালীনতার সীমা ছাড়িয়ে গেল৷ বৃহস্পতিবার স্কুলের গেট থেকে উদ্ধার হল কন্ডোম!

আরও পড়ুন- কোভিড কাঁটা সব জেলায়, বঙ্গে সংক্রমণ ছাড়াল দেড় হাজার

হ্যাঁ, এদিন স্কুলের গেটে তালার পাশে একটি কন্ডোম ঝোলানো অবস্থায় দেখতে পান অভিভাবকরা৷ সহ্যের বাঁধ ভাঙে তাঁদের৷ স্কুলের সামনেই বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় স্কুল চত্বরে। এই রকম নোংরা পরিবেশের মধ্যে কী ভাবে বাচ্চাদের পড়াশোনা করাবেন তা নিয়ে চিন্তায় পড়েন তাঁরা। এই জঘন্য ঘটনাটি দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের মোগরা জুনিয়ার এফ পি স্কুলে। এদিন ক্ষুব্ধ অভিভাবকরা “নোংরামি মুক্ত বিদ্যালয়”-এর দাবি জানিয়ে স্কুলের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের পরিবেশ নষ্ট করতে প্রায় প্রতিদিনই গেটে নোংরা-আবর্জনা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সব কিছুর সীমা পেরিয়ে যায়৷ তাঁরা দেখেন স্কুলের গেটে তালার পাশে একটি কন্ডোম ঝুলে রয়েছে। এটা দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের সামেনই বিক্ষোভে বসে পড়েন। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়৷ বৃষ্টির হাত থেকে বাঁচতে নোংরা গেট খুলেই পড়ুয়াদের ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে স্কুলের গেটে কন্ডোম রাখার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এক অভিভাবিকা জানান, স্কুলে দিন দিন নোংরামি বেড়ে চলছে৷ সেই কারণেই অবরোধ করতে বাধ্য হয়েছি৷ স্কুলের মতো পবিত্র জায়গায় এমন নোংরামি চলতে পারে না৷ এখানে কেউ নোংরামির পাঠ নিতে আসে না৷ আমাদের তো লজ্জা লাগছে৷ এই স্কুলে আর সন্তানদের পাঠাব কিনা, সেটাও ভাবতে হবে৷ 

স্কুল কর্তৃপক্ষের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটাচ্ছে৷ স্থানীয় মানুষরা এগিয়ে না এলে এই পরিস্থিতি বন্ধ করা সম্ভব হবে না৷ পুলিশের কাছেও এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ৷