কলকাতা: গুজরাটে বিজেপির হয়ে প্রচারে নেমে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্বনামধন্য নেতা-অভিনেতা পরেশ রাওয়াল। সেই বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা দায়ের হয়। অভিনেতার বিরুদ্ধে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ করেছিলেন। তবে এবার অভিনেতা পরেশ রাওয়াল পুলিশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।
আরও পড়ুন- ছেলে কোলে মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি করলেন স্বামী!
বিজেপির প্রাক্তন সাংসদ তথা তারকা প্রচারক পরেশ রাওয়ালকে গত ডিসেম্বর মাসে তলব করেছিল তালতলা থানা। যদিও সেই তলবে তিনি সাড়া দেননি। সেই সময়ে সমনও জারি করেছিল লালবাজার। তবে তখনও হাজিরা দেননি পরেশ রাওয়াল, বদলে আরও ৬ সপ্তাহ সময় চেয়ে নেন তিনি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করলেন অভিনেতা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী যোগ! Actress link in Bengal recruitment scam case” width=”835″>
আসলে মোদী রাজ্যে ভোট প্রচারে পরেশ একটি সভায় দাঁড়িয়ে বলেছিলেন, “মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ, কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?” তা নিয়েই শুরু হয় বিতর্ক। এই মন্তব্যের পর দেশে ঝড় বয়ে যায়। রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ করতে গিয়ে পরেশ কী ভাবে বাঙালিকে আক্রমণ করলেন তা নিয়েই প্রশ্ন ওঠে।