বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযুক্ত পরেশ হাইকোর্টের দ্বারস্থ পুলিশের বিরুদ্ধে

বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযুক্ত পরেশ হাইকোর্টের দ্বারস্থ পুলিশের বিরুদ্ধে

কলকাতা: গুজরাটে বিজেপির হয়ে প্রচারে নেমে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্বনামধন্য নেতা-অভিনেতা পরেশ রাওয়াল। সেই বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা দায়ের হয়। অভিনেতার বিরুদ্ধে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ করেছিলেন। তবে এবার অভিনেতা পরেশ রাওয়াল পুলিশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

আরও পড়ুন- ছেলে কোলে মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি করলেন স্বামী!

বিজেপির প্রাক্তন সাংসদ তথা তারকা প্রচারক পরেশ রাওয়ালকে গত ডিসেম্বর মাসে তলব করেছিল তালতলা থানা। যদিও সেই তলবে তিনি সাড়া দেননি। সেই সময়ে সমনও জারি করেছিল লালবাজার। তবে তখনও হাজিরা দেননি পরেশ রাওয়াল, বদলে আরও ৬ সপ্তাহ সময় চেয়ে নেন তিনি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করলেন অভিনেতা।