হেফাজতের মেয়াদ শেষে আদালতে পার্থ-সুবীরেশ, জামিনের বিরোধিতা করতে প্রস্তুত CBI

হেফাজতের মেয়াদ শেষে আদালতে পার্থ-সুবীরেশ, জামিনের বিরোধিতা করতে প্রস্তুত CBI

কলকাতা: জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার ফের আদালতে হাজির করানো হল পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে৷  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত আরও ৬ জনকে৷ এদিন আদালতে জামিনের আবেদন জানানো হবে বলেই জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবীরা৷ কিন্তু, সিবিআই নিশ্তিত ভাবেই এই জামিনের বিরোধিতা করবে বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন- পারদ নামছে হু হু করে! জেলায় জেলায় শীতের আমেজ, কলকাতায় উষ্ণতা কত?

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গ্রেফতার করা হয় সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহাদের। আজই তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ নিয়ম মেনই সোমবার তাঁদের নিয়ে আসা হয় আলিপুর আদালতের লক-আপে। সেখান থেকে আদালতে তোলা হয়৷ আজ দুপুরেই হবে শুনানি।

অভিযুক্তদের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট তৈরি করে ফেলেছে সিবিআই৷ ফলে নতুন করে আর তদন্তের কিছু নেই। অভিযুক্তদের জামিনের প্রয়োজন রয়েছে। 

সিবিআই-এর পাল্টা যুক্তি, পার্থ-সহ ধৃত ৭ জনই প্রভাবশালী৷ তাঁদের জামিন দেওয়া হলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে।